Email : esaharanews@gmail.com
  • অন্যান্য
নোটিফিকেশন
আজকের সর্বশেষ সবখবর

আবারো বেনাপোল থেকে ২৫ টি ককটেল উদ্ধার

ESARA NEWS
আগস্ট ৯, ২০২৩ ১০:০৮ অপরাহ্ণ । ১৩৯ জন
Link Copied!

নিজস্ব সংবাদদাতা : গোপন তথ্যের ভিত্তিতে যশোর র‍্যাব-৬ এর সদস্যরা আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় বেনাপোলের বড় আঁচড়া গ্রামের ৩৫ নম্বর শেড এলাকা থেকে ২৫টি তাজা ককটেল বোমা উদ্ধার করেছে।

যশোর র‍্যাব-৬ এর সদস্যরা ৩৫ নম্বর কেমিক্যাল গোডাউনের উত্তর পাশের পুকুর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় ২৫টি তাজা ককটেল বোমা উদ্ধার করেছে। উদ্ধারকৃত ককটেল গুলি বেনাপোল পোর্ট থানায় জমা করা হয়েছে।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বোমা উদ্ধারের ঘটনা স্বীকার করেন। তিনি বলেন, যশোর র‍্যাব-৬ ক্যাম্পের সদস্য বোমাগুলো থানায় জমা দিয়ে গেছে।

এর আগে দুই দফায় ৪১টি বোমা উদ্ধার করেছে বেনাপোল এলাকা থেকে এবং আজ আরো ২৫টি বোমা উদ্ধার করা হলো।