Email : esaharanews@gmail.com
  • অন্যান্য
নোটিফিকেশন
আজকের সর্বশেষ সবখবর

আপনি কি জানেন তালায় এই ছোট্ট ছিদ্র কেন থাকে ?

ESARA NEWS
জুলাই ২৫, ২০২৩ ২:৪৮ অপরাহ্ণ । ১০৭ জন
Link Copied!

আপনি কি জানেন তালায় এই ছোট্ট ছিদ্র কেন থাকে ?
১৫০০ বছর আগে তুরষ্কের রাজা বিয়ে করার জন্য মেয়ে খুঁজছিলেন। রাজার আদেশে রাজ্যের ২০ টি সুন্দরী মেয়েকে উপস্থিত করা হয়, রাজা সবাইকে একটি করে বীজ দিলেন এবং বললেন, যে মেয়েটি ০৬ মাস পর এই বীজ থেকে গোলাপ ফুল ফুটাতে পারবে আমি তাকে বিয়ে করবো

ছয় মাস পর সব মেয়েরা এলো, সবার হাতে একটা করে গোলাপ, কারো হাতে লাল, কারো হলুদ, কারো হাতে সাদা। শুধু একটি মেয়ের হাতে গোলাপ ফুল ছিল না।

রাজা তাকে জিজ্ঞেস করলো তোমার গোলাপ কোথায় ?
মেয়েটি উত্তর দিল, রাজামশাই আপনি যে বীজটি দিয়েছিলেন তা গোলাপের বীজ ছিল না।
তার সততায় খুশি হয়ে রাজা তাকে বিয়ে করেন।

আর তালায় এই ছোট্ট ছিদ্রটি কেন থাকে সেটা আমারও জানা নাই 🙂