আপনার জীবনে কখন আসবে ভালো সময়, শ্রীকৃষ্ণের এই (7) টি সংকেতেই মেলে উত্তরঃ-
ভালো সময়ের ইঙ্গিত কিভাবে বুঝবেন: সময় বড় কঠিন মানুষের পরীক্ষা নেয়৷ আজ যে রাজা, সময়ের নিয়মে কালই সে ফকির৷ শ্রীকৃষ্ণ তাঁর শ্রীমদ্ভগবদ্গীতায় সময় নিয়ে পরামর্শ দিয়েছেন৷
যেমন:
1/ শ্রীকৃষ্ণ বলেছেন: একমাত্র সময়ই ঠিক করে নেয় মানুষের জীবনে সুখ আসবে না দুঃখ৷ জীবন কেমন কাটবে, সেই সংকেত মানুষ তাঁর কার্য থেকেই বুঝতে পারবেন৷ এমন ইঙ্গিত দিয়েছেন শ্রীকৃষ্ণ (Lord Sri Krishna) পশু-পাখিদের থেকেও সেই সংকেত অনেক সময় পাওয়া যায়৷ কিন্তু অজ্ঞতার কারণে সেই সংকেত গুলো বোঝা হয় তো সম্ভব হয় নি৷
2/ শ্রীমদ্ভগবদ্গীতা অনুযায়ী: একবার নারদ মুনি ভগবান বিষ্ণুর (Lord Vishnu) সঙ্গে দেখা করতে বৈকুন্ঠধামে (Baikuntha Dham) গিয়েছিলেন৷ সেখানে গিয়ে নারদ মুনি ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন, মানুষের জীবনে সুখ বা দুঃখের আগমনের ইঙ্গিত কি করে বুঝবেন৷ ভগবান বিষ্ণু তাঁকে বলেছিলেন, যখন কোনো ব্যক্তি চোখ ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে খুলে যায়, অযথা ওই সময়ের মধ্যে তিনি স্বপ্নে ভগবানের দেখা পান, তখন থেকেই ইঙ্গিত পাওয়া যায়, ওই ব্যক্তির জীবন সমৃদ্ধি ও প্রগতির দিকে এগিয়ে যাবে৷ এবং তাঁর স্বপ্ন যাতে পূরণ হয় তাঁর জন্য স্বয়ং ভগবান তাঁকে সাহায্য করেন৷
3/ কোনো ব্যক্তি পূজা করার সময় ফউল দিলে যদি সেই ফুলটি মাটিতে পড়ে যায়, তখন বুঝতে হবে সেই ব্যক্তিকে ঈশ্বর আর্শিবাদ করছেন, এবং এই ইঙ্গিত থেকেও বোঝা যায় যে শুভ সংবাদ (Good News) আসন্ন৷
4/ যদি দেখা যায়, কেউ হাসিখুশি রয়েছেন, তাহলে এর অর্থ হল সংশ্লিষ্ট ব্যক্তির মনের মধ্যে ভগবানের বাস রয়েছে৷ এই সময়ে সবার মনোবাসনা পূর্ণ হবে৷
5/ এরকমও মানা হয় যে, যখন ভবিষ্যতের ঘটনাগুলি আগে থেকেই কেউ স্বপ্নে দেখতে পান, তাঁর অর্থ হল ঈশ্বর সংশ্লিষ্ট ব্যক্তিকে সংকেত দিচ্ছেন যে, আগামী দিনে তাঁর জীবনে ভালো কিছু চলবে৷ আরো অনেক সংকেত আছে, যা থেকে বোঝা যায়, জীবনে খারাপ সময় শেষ হয়ে ভালো সময়ের সূচনা হতে চলছে৷
6/ ধন-সম্পত্তি নিয়ে সমস্যায় ভুগছেন বহুদিন ধরে৷ কিভাবে এই সম্পর্কিত সমস্যার সমাপ্তি ঘটবে বুঝতে পারছেন না৷ কিভাবে বোঝা সম্ভব তা?যদি সকাল সকাল কোনো ব্যক্তি বা আত্মীয়-স্বজন সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে এসে হঠাৎ টাকা-পয়সা দিয়ে যান, তাহলে ধরে নিতে হবে সেই ব্যক্তির গৃহে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে৷ এবং তখনই বোঝা যায় যে, ধন-সম্পত্তি নিয়ে যা সমস্যা রয়েছে, তা দূর হয়ে যাবে৷ ভগবান ম্রীকৃষ্ণ ধন-সম্পত্তি সম্পর্কিত সংকেতের বিষয়ে আরো বলেন, যদি কোনো ব্যক্তির খরচ খুব বেশি হয়, কোনো ভাবেই পয়সা জমিয়ে রাখতে পারছেন না৷ সেই ব্যক্তিই যদি দেখেন তিনি পয়সা জমাতে শুরু করছেন, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির ভালো সময় আসতে চলছে৷
7/ সবশেষে যেটি বলা যায়, তা হল পশু-পাখিদের ইঙ্গিত থেকেও ভালো সময়ের সংকেত পাওয়া যেতে পারে৷ যেমন: কোনো বাঁদর যদি কাউর বাড়ির ছাদের ওপর আমের বীজ ফেলে যায়, অথবা কোনো বিড়াল যদি সদ্য বাড়িতে বাচ্চার জন্ম দেয়, তাহলে ধরে নিতে হবে, ভগবান কোনো সংকেত দিচ্ছেন৷ আগামী দিনে ভালো সময়ে আসতে চলছে৷
এই সংকেত গুলি যদি কেউ পান, তাহলে বুঝতে হবে খারাপ সময় কেটে ভালো সময় আসতে চলছে৷
#হরেকৃষ্ণ_হরেকৃষ্ণ_কৃষ্ণকৃষ্ণ_হরেহরেঃ৷
#হরেরাম_হরেরাম_রামরাম_হরেহরেঃ৷৷
আমার লেখায় যদি কোনো ভুল হয়ে থাকলে সবাই ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন এবং ক্ষমা করে দিবেন৷
#প্রচারে: ✍️ শ্রী শংকর মল্লিক (4/7/2025)
You must be logged in to post a comment.
https://slotbet.online/