১. অসৎ লোকই বেশিরভাগ সময় সৎ লোকের থেকে বেশি সম্মান পায়। কারণ সমাজ বাহ্যিক চাকচিক্য দেখে, অন্তরের সততা নয়।
২. গরিবের ভালোবাসা কখনো দাম পায় না, ধনীর ভাও খেয়েও মানুষ তৃপ্ত। দুঃখজনক হলেও সত্য—সম্পদই সম্পর্কের মানদণ্ড হয়ে গেছে।
৩. সফল হলে সবাই আপন, ব্যর্থ হলে কেউ পাশে থাকে না। মানুষের ভালোবাসা আজকাল সাফল্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত।
৪. নিজের স্বপ্ন অন্যকে বললে, অনেকেই সেটাকে ভেঙে দিতে চায়। কারণ সবাই চায় না তুমি তাকে ছাড়িয়ে যাও।
৫. যে সবচেয়ে বেশি সাহায্য করে, তাকেই সবচেয়ে বেশি অবহেলা করা হয়। অতিরিক্ত ভালোবাসার মূল্যও আজকাল নেই।
৬. মেয়ে সন্তান হলে অনেকে এখনো মুখ কালো করে—যদিও মেয়েরাই প্রমাণ করেছে তারাও পারে ইতিহাস গড়তে।
৭. দুনিয়াতে সবচেয়ে বেশি ক*ষ্ট দেয় কাছের মানুষরাই। কারণ তাদের কাছ থেকেই সবচেয়ে বেশি আশা করি।
৮. সৎ পথে চললে জীবনে অনেক কিছু হারাতে হয়, কিন্তু অ*ন্যায় করলে দ্রুত সফল হওয়া যায়—এটাই সমাজে সাধারণ চিত্র।
৯. আজকাল মানুষ ভালো নয়, অভিনয় ভালো করে। মুখে মধু, অন্তরে বি*ষ—এই প্রবণতা বেড়েই চলেছে।
১০. অসুস্থ হলে খবর নেয় না কেউ, কিন্তু ম*রলে ফেসবুকে স্ট্যাটাস দেয় “ভালো মানুষ ছিল”।
লেখা- জীবন চক্র
#জীবন_চক্র
You must be logged in to post a comment.
https://slotbet.online/